Posts

Showing posts from January, 2021

মায়া - শিশির আহাম্মেদ খান

Image
  মায়া হয়ত বা কোন অজপাড়া গায় কোন এক শরষে ফুলের মাঠে এলো চুলে তুমি ছোটাছুটি কর আবীর রাঙা সন্ধ্যায় । হয়ত বা তোমার অপলক দৃষ্টি বাড়ির পথের পানে, এদিক ওদিক আড় চোখে খোঁজ কি আমায় আঁধার নামার ক্ষণে ? আজও তুমি অধরাই আছো স্বপ্ন লোকের পরে স্বপ্নে দেখা রাজকুমারী স্বপ্নে থাক পড়ে । যতই ডাকি ,যতই খুঁজি আসনা তুমি ফিরে অন্তহীন পথ ধরে , তুমি চলেছ তবু দূরে ।