Posts

Showing posts from July, 2022

আইয়ুব বাচ্চুর দেশ প্রেম

Image
 আইয়ুব বাচ্চুর দেশ প্রেম  ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো এলআরবি শো করতে যায়। শো শেষে ব্যান্ডের অন্য সদস্যদের নিয়ে আইয়ুব বাচ্চু যান নিউইয়র্কের গিটার সেন্টারে। আইয়ুব বাচ্চু সেখানে সামনে থাকা গিটারগুলো নেড়েচেড়ে দেখছেন। হঠাৎ আইভানেজ গিটারের ওপর চোখ পড়ে তাঁর। কাচের বাক্সে বন্দী। দোকানের ব্যবস্থাপককে এই গিটারের ব্যাপারে জিজ্ঞেস করতেই লোকটি আইয়ুব বাচ্চুর দিকে ভালো করে তাকান। জানতে চান, কোন দেশ থেকে এসেছ? এরপর বললেন, এই গিটার তোমার মতো বাংলাদেশির জন্য নয়। এটা এখানে সবচেয়ে দামি গিটার,তুমি বরং অন্যটা দেখ। লোকটির কথায় আইয়ুব বাচ্চু কষ্ট পান। বেশি কষ্ট পেয়েছিলেন, দেশটাকে অপমান করা হয়েছে তাই ভেবে। আইয়ুব বাচ্চুর মনে জেদ চাপে তিনি সেই ব্যবস্থাপককে অনুরোধ করেন, ‘গিটারটি একবার দেখার সুযোগ দাও। আমার আর টিমের সবার কাছে যত ডলার আছে, আশা করি এটা নিতে পারব। লোকটি অনিচ্ছাসত্ত্বেও গিটারটা দেখতে দেন আইয়ুব বাচ্চুকে। গিটার হাতে পেয়ে আইয়ুব বাচ্চু বাজানো শুরু করেন। এমনভাবে বাজালেন, আশপাশে লোকজন জড়ো হয়ে যায়। আইয়ুব বাচ্চুর বাজানো দেখে সবাই অবাক। এরপর গিটার ফেরত দিতে গেলে লোকটি আইয়ুব বাচ্চ...

আলো আসবেই - শিশির আহাম্মেদ খান

Image
 আলো আসবেই   শিশির আহাম্মেদ খান  আলো আসবেই বন্ধু   একদিন আলো আসবে , সকল অন্ধকার দুর করে স্নিগ্ধতা ছড়িয়ে দিতে । লাখ মায়ের দু, চোখের জল  মুছে দিয়ে , মিষ্টি হাসির ঝিলিক দেখাতে সকল হিংসার আগুন দু পায়ে দলে সে মিছিল যাবে ছড়িয়ে । থাকবে না খুনো-খুনি  কি বা রক্তের হলি খেলা, জেল জুলুম নির্যাতনের মেলা সব গ্লানি পিছনে ফেলে উঠবে নতুন বেলা । সত্যের আলিঙ্গনে মিথ্যার পলায়নে আলো আসবে কোন এক নতুন ভোরে , মিষ্টি বালক মশাল হাতে ছুটবে তখন  রাজপথে মুক্তির স্লোগান তুলে।

আমার একটা সাথী ছিল- শিশির আহাম্মেদ খান

Image
 আমার একটা সাথী ছিল   শিশির আহাম্মেদ খান  [শুরুতে আঁধারে আবৃত্ত মঞ্চে আবছা আলোতে কিছু একটা চোখে পড়বে ]  একটা সুর ভেসে আসবে দূর থেকে ।সুরটার কথা গুলো হল ,আমার একটা সাথী ছিল ..... ।আস্তে আস্তে আলো জ্বলে উঠবে । কে ? কে ? কে ?  বলে চমকে উঠল বিছানায় কাঁথা মুড়ে শুয়ে থাকা কেউ এক জন ! তুরা   : আমি নিলয় ভাই ! নিলয় : আমি কে ? তুরা    : আমি তুরা । নিলয়  : ও তুরা ;কখন এলে ? তুরা    : এইত এলাম ।তুমি এই সন্ধ্যায় ঘরটা আঁধার করে শুয়ে আছ কেন ? নিলয়  : শরীর টা ভাল লাগছে না , কেমন যেন জ্বর জ্বর লাগছে । তুরা   : ও মা শরীর দেখি জ্বরে পুরে যাচ্ছে ! দুপুরে পেটে কিছু পড়েছে ? না উপুষ হয়ে পড়ে আছ,  ডাক্তার ডাকব  ? না আব্বুকে বলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করব ?  নিলয়  : কিচ্ছু করতে হবে  না ,এমনি ঠিক হয়ে যাবে । তুরা    : এ কি সব কিছু খালি পড়ে আছে ! তুমি কিছু খাওনি তা হলে ? নিলয়  :  তুমি চুপ করে বসতো এখানে,  আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না । তুরা   :তুমি চুপচাপ শুইয়...

তুই বলে ছিলি - শিশির আহাম্মেদ খান

Image
 তুই বলে ছিলি শিশির আহাম্মেদ খান  তুই বলে ছিলি আমার হাত ধরে বৃষ্টিতে ভিজবি, গলা ছেড়ে গান গাইবি, করবি প্রেম আলিঙ্গন উষ্ণ স্পর্শে করবি ভালবাসার চুম্বন। তবে কেন আজ বৃষ্টিতে আমি একাই ভিজব, খুজব তোরে ভেজা আঙ্গিনায় বৃষ্টির কাছে একাকী আমি শুধু তোর কথা বলে যাই ।

বিচ্ছুর জীবন

Image
 বিচ্ছুর জীবন  বিচ্ছু সন্তান প্রসবের পরে সন্তান পিঠে রাখে। আর এই সন্তানরা নিজেদের মায়ের পিঠের মাংস খেতে থাকে। ক্ষমতা থাকা সত্ত্বেও মা কিছু বলেন না, অভিযোগ করেন না। নীরবে কষ্ট পান এবং এই সন্তানরা তার মাংস খেতে থাকে। মা বিচ্ছু মারা যায় এবং সন্তানরা বড় হয়, জীবন উপভোগ করে। বর্তমান সমাজে অনেক পিতা-মাতা বিচ্ছুর মতো নীরবে কষ্ট পান, রোদ-বৃষ্টির পরোয়া না করে সন্তানদের জন্য দিনরাত পরিশ্রম করে যান। কিন্তু হায় এই সন্তানরা যখন বড় হচ্ছে, তারা অন্য কারো ভালোবাসার মূল্য দেয়ার জন্য তাদের পিতামাতার সাথে দেখা করতে চায় না।এমনকি ভালোবাসার জন্যে মা বাবাকে ফেলে দূরে চলে যায়,আবার এ ভালোবাসার জন্যে কখনও কখনও নিজেকে শেষ করে দেয়,আফসোস তাদের জন্যে।  তারা কি মনে করে যে, তারা তাদের পিতামাতার হৃদয়ে কষ্ট দিয়ে সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপন করবে।  মোটেই না, আল্লাহ তাদের ক্ষমা করুক। আমরা যারা বাবা-মায়ের মর্যাদা দেই। আল্লাহ্ তাদের প্রতি অবিচার করেন না।  “রাব্বির “রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيـرًا "হে আমার প্রতিপা...

টাইটানিক - প্রচলিত

Image
 টাইটানিক  আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না! জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো। - আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন। - আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন। - আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন। - আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন। সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

আমাদের একজন প্রিন্স মাহমুদ আছে -শিশির আহাম্মেদ খান

Image
 আমাদের একজন প্রিন্স মাহমুদ আছে এই মানুষটার কাছে আমাদের বহু ঋণ, যারা বাংলা গান তথা বাংলাদেশের ব্যান্ডের গান শোনেন তাদের কাছে প্রিন্স মাহমুদ নামটি অনেক পরিচিত। তিনি প্রজন্ম থেকে প্রজন্মকে একই সুতোয় বেঁধেছেন। নব্বইয়ের দশককে বলা হয় ব্যান্ড সঙ্গীতের স্বর্ণযুগ। সেই যুগকে যারা অসংখ্য মণি-মুক্তায় সমৃদ্ধ করেছেন অর্থাৎ যাদের হাত ধরে সেই যুগের পথচলা প্রিন্স মাহমুদ তার সারথি। সব্যসাচী এই সঙ্গীতজ্ঞ তার জাদুকরি কথা, সুর ও সঙ্গীত পরিচালনায় দিয়েছেন অজস্র শ্রোতাপ্রিয় গান। শৈশব থেকেই দেখে আসছি ঈদ,পূজা,পহেলা বৈশাখের মতো সার্বজনীন উৎসবগুলোকে কেন্দ্র করে অডিও গানের প্লাবন আসতো। গুরু আজম খান, নকীব খান, আইয়ুব বাচ্চু, জেমস, হাসান, শাফিন আহমেদ, পার্থ বড়ুয়া, টিপু, মিজান, বাপ্পা মজুমদার, খালিদ, হাসান আবিদুর রেজা জুয়েল তথা একঝাঁক ব্যান্ড তারকার মিক্সড ও সলো এলবাম। আসলে এগুলো ঠিক এলবাম নয়_ বাংলা ব্যান্ড সঙ্গীতের অমূল্য সব নিদর্শন। সেসময় আমরা ছোটরা দেখতাম ব্যান্ড তারকাদের একক কিংবা যৌথ এলবামগুলোর জন্য আমাদের অগ্রজরা একপ্রকার মুখিয়ে থাকতো। কার এলবাম আসছে, কবে এলবাম রিলিজ পাচ্ছে, বাজারে কবে আসছে সেসব তথ্য দৈন...

রূপকথা - শিশির আহাম্মেদ খান

Image
  রূপকথা শিশির আহাম্মেদ খান ছোট্র বেলার সেই প্রিয় বান্ধবী আজ হারাল কোথায়! সকল ব্যস্ততা ছেড়ে তার কথা শুধু মনে পড়ে যায়। কোথায় সে, আজ হারাল কোথায় স্মৃতির পৃষ্ঠা উল্টে শুধু তার ছোয়া পাই। পুতুলের বিয়ে ভেঙ্গে গেছে, তুই নেই বলে তাই। ছোট্ট বেলার সেই সব দিন গুলি আজ হারাল কোথায়! উল্লাস ছিল সব, তবু ও আজ নিরবতা। তুর আমার ছেলে-বেলা হল আজ রুপকথা। আজও শিউলি -বকুল ফুটে ঝড়ে রোজ সকালে, আজও কোকিল ডাকে নববসন্তে। শুধু তুই নেই, মাঝ পথে হারিয়ে গেলি খুব নীরবে কিছু না বলে।

লকডাউন ভালবাসা - শিশির আহাম্মেদ খান

Image
  লকডাউন ভালবাসা শিশির আহাম্মেদ খান লকডাউন এর কারণে সব বন্ধ, আকাশ হোম সার্ভিস ডেলিভারির কাজ করে। করোনাভাইরাস কারণে ইদানিং এ কাজের খুব চাহিদা।কিন্তু অনেক ঝুকি পূর্ণ , না করে উপায় কি  ? সংসার চালাতে টাকার প্রয়োজন, আর সেই টাকা কামাতে হলে ঝুঁকি নিতেই হবে ! প্রতিদিন কল আসে কোন না কোন যায়গা থেকে । রোজকার কাজ গুলো অনেকটা যুদ্ধে পরিনত হয়েছে। কিন্তু আজ কোন অর্ডার আসেনি, তাই বসে বসে Facebook চালাচ্ছে আকাশ অলস সময় । একটা SMS আসল ,আমাকে এই নাম্বার এ ৮৯ টাকা ফ্রেক্সিলোডদেন। আর বাসায় এসে টাকা নিয়ে যান ..... আর কিছুই লিখে নাই । অনেকটা অবাক হয়ে হাসলাম। SMS  রিপ্লাই করলাম আপনার ঠিকানা plz....... সারাদিন এর শূন্য ইনকাম এর পর অপরিচিত নাম্বারে ৭৯ টাকা পাঠিয়ে ভাবছিলাম বাসায় ফিরব, অমনি SMS এল সেই নাম্বার এ। এক প্যাকেট মার্ক্স  আর এক প্যাকেট চিপস নিয়ে আসতে । এই ভার ঠিকানা দিয়ে দিল । ঝটপট অর্ডার গুলো নিয়ে ছুটলাম। দশ মিনিটে বাসার সামনে পৌঁছলাম, নকট/ কলিং বেল চাপতেই একজন ভদ্রলোক দরজা খুলল আর আমার কাছ থেকে অর্ডার গ্রহণ করে বিল পেইড করে বিদায় করল।ওখান থেকে কিছু দুর আসার পরে...

শুভ জন্মদিন - শিশির আহাম্মেদ খান

Image
  শুভ জন্মদিন শিশির আহাম্মেদ খান শুভ জন্মদিন , শুভ জন্মদিন বন্ধু আজ তোর শুভ জন্মদিন হাসি আর গানে কাটুক জীবন মুখর থাক আনন্দ অনাবিল । পৃথিবীর হাজার গোলাপ ফুটুক তোর মায়া ভরা হাসিতে, অগণিত স্বপ্ন ভরে থাকুক তোর দু 'চোখের আরশিতে। তুই ছিলি বন্ধু আমার থাকবি চিরকাল এই হৃদয়ে, ভালবাসি তোকে , ভালবাসি আমি প্রতিদিন , প্রতিটা প্রহরে । ভালো থাকিস বন্ধু সুখে থাকিস চিরদিন, হৃদয়ের গহীন হতে, বলছি তোকে, শুভ জন্মদিন,  শুভ জন্মদিন..... শুভ জন্মদিন , শুভ জন্মদিন বন্ধু আজ তোর শুভ জন্মদিন ।