Posts

Showing posts from April, 2025

ফিলিস্তিনের শিশু - শিশির আহাম্মেদ খান

  ফিলিস্তিনের শিশু!   শিশির আহাম্মেদ খান। ফিলিস্তিনের শিশুরা সব ঘুমিয়ে গেছে কয় না কথা কেহ ! লক্ষ্য বুমার আঘাত পেয়ে ছিন্ন ভিন্ন ওদের দেহ ! কাঁদছে আকাশ, কাঁপছে জমিন বিশ্ব সভা চুপ ! মানবতার গল্প গুজব বই পুস্তকে বদ্ধ এখন নাই তার কোন বাস্তব রূপ  ! বিশ্ব মোড়ল ধিক তোমাদের ধিক্কার মুসলিম নামী নেতা তুদের দাঁত , নখ হীন সিংহ! ফুর্তি করে কাটছে তুদের ফিলিস্তিনের খবর রাখিস না তোরা কেহ।