Posts

Showing posts from October, 2025

জীবন নদীর বায়

Image
  জীবন নদীর বায় ! শিশির আহাম্মেদ খান।  আমি মেঘ হব শরৎতের নীলছে আকাশে বৃষ্টি হয়ে ঝরব তোমার আঙ্গি নায়। শিউলি ফুলের ঘ্রাণ হব স্নিগ্ধ সকাল সাঝেঁ, কত স্মৃতির মালা হব তোমার আমার অসমাপ্ত গল্পে । হলদে রংঙ্গে পাখি হব অলস দুপুর বেলা , জালি লাউয়ের পাতার ফাঁকে করব নানান খেলা। পুকুর ঘাটের শেওলা হব তোমার নগ্ন পা ছুঁতে, মধ্য দুপুর নূপুর বাঁজিয়ে আসবে যখন নাহাতে। গায়ের বাঁকে মেঠু পথের ধুলো হব মাখব তোমার পায়, তোমার শরীরের ঘ্রাণ শুকবো জীবন নদীর বায়।