রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

 রক্ত গঙ্গা

শিশির আহাম্মেদ খান।


জুলাই মাসের ১৬ তারিখ
দুপুর বেলার অক্ত
হাজার গুলি ছুড়ল পুলিশ!
ঝড়ল কত রক্ত!

সেই গুলিতে প্রাণ দিল যে
আবু সাঈদ তার নাম যে,
তার শোকে মিছিল হল ,
প্রাণ খোলা এক দম যে!

প্রতিবাদ ছাত্র জনতার স্লোগান দিল
আমার ভাই মরল কেন ?
খুনি তুই জবাব দে ?

সেই মিছিলে ও গুলি হল
শহীদ কত শত যে!
যায় নি জানা সেই শহীদদের হিসেব খানি
গুম করেছে লাশ গুলি সে !

আকাশ বাতাস প্রকম্প্রিত লাখ গুলির শব্দে
এমন হায়েনা দেখেনি জাতি বাংলাদেশের অব্দে !
কত মায়ের বুক খালি আজ, ক্ষমতায় থাকার দম্ভে
মানুষ রুপি পিচাশ ওরা ,খামছে ধরেছে শহীদ মিনারের স্তম্ভে।
শহীদ হল সোনার মানিক, কাঁদল তাহার মা !
আঁচল তাহার রক্তে ভেজা, চোখ দুটো অশ্রু ঝরার ঝর্ণা !
সেই শহীদে শামিল হল কত মায়ের কন্যা।

সত্য আলো উদয়ের ক্ষণে বইছে দেখ কত রক্ত গঙ্গা !
তার স্রোতে ভেসে যাবে হাজার রকম অন্যায় !
সেই  ক্ষোভে পুরল শহর, জ্বলছে কত অগ্নি
মশাল হাতে মিছিল ধরল ! মুগ্ধ, শাকিলের ভগ্নি। 

Comments

Popular posts from this blog

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান