এই দেশ আমার - শিশির আহাম্মেদ খান

 

এই দেশ আমার 


শিশির আহাম্মেদ খান

এই দেশ আমার
তাই আমার অধিকার
তাদের হাজার অন্যায়
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া।

আমার সেই সততা কে ওরা ভয় পায়,
তাই ওরা আমাকে থামিয়ে দিতে চায়
খুন, ঘুম, হামলা - মামলার জুঁ জুঁ দেখিয়ে
মুক্তিকামী জনতাকে স্তব্ধ করে দিতে চায়।

ওরা মিথ্যুক, প্রতারক ,ওরাই জুলুম বাজ
অসহায় জাতির মানবাধিকার হরণ করে
তোলে চেতনার মিথ্যে আওয়াজ।
তবুও আমি প্রতিবাদী হব
করুক যত গুম খুন ,
হাজার মুক্তিকামী তরুণের আত্মদানে
ধ্বংস হবে ফ্যাসিবাদের ক্ষমতার নগ্ন প্রাসাদ
মুছে যাবে গ্লাণী, আবা ফিরে পাব মানবতা
শান্তির কাননে ফুটবে কুসুম, হাসবে অসহায় জাতি
লোভী কাপুরুষ, স্বার্থপর গুলো ধিক্কৃত হবে
ইতিহাসে আস্থাখুড়ে বিলীন ওরা হবেই হবে ।






Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান