অজ্ঞাত কবির লেখা

 


যারা প্রায়ই হাসতে জানে

এবং ভালোবাসতে জানে,
যারা জ্ঞানী লোকের কদর পায়,
আর পায় বাচ্চাদের আদর।
সমঝদার সমালোচকের প্রশংসা পায়
আর যারা মিথ্যা বন্ধুত্বের বেইমানী,
সহ্য করতে পারে !
যারা সৌন্দর্যের পূজারী,
যারা মানুষের মধ্যে মহত্ত্ব খুঁজে বেড়ায়।
যারা প্রতিদানের প্রত্যাশা না করে
নিজেদের উজার করে দেয় ;
যারা অনাবিল হাসিতে হয়ে উঠতে পারে উচ্ছ্বসিত,
গান গেয়ে যারা আত্মহারা হয়
যারা পৃথিবীতে জন্মেছে বলে,
পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া সহজ হয়েছে।
যদি জানে যে অন্তত একটি জীবনে স্বাচ্ছন্দ্য এনেছে
তারই চেষ্টায় ,
তাহলে তাই হবে জীবনের সার্থকতা, সাফল্য। 

Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান