অতীতের স্মৃতি - বীর মুক্তিযোদ্ধা এম এ গণী

অতীতের স্মৃতি !

বীর মুক্তিযোদ্ধা এম এ গনি।


অতীতের স্মৃতি কাউকে কাঁদায়,
আবার কাউকে হাসায়।
অতীতের স্মৃতিগুলো,
 ভেসে বেড়ায় চোখের পর্দায়।

কখনো ভাবি সে সোনালী অতীত,
যদি ফিরে পাওয়া যায়।
ঘুরে বেড়াতাম নদীর কিনারায়।
ডাংগুলি খেলতাম বালুর চরে,
আনন্দে মেতে উঠতাম মাছ ধরে।

শীতলক্ষার কাছকি, চাপিলা,
চিংড়িরুই বোয়াল ,চিতল মাছ,
পাওয়া যেত বারো মাস।
আজ নদী শুকিয়ে হয়েছে ভরাট,
নদীর দুই তীরে ফসলের মাঠ।

কালবৈশাখীর ঝড়ে,
নদীর পানি উঠে যেত উপরে।
কখনো বর্ষার জোয়ারে,

ফসল তলিয়ে যেত নদীর দু'ধারে।
আজ নদীর রুপ যৌবন,
সব গেছে হারিয়ে।
এক সময় গাংচিল উড়তো বালুচরে,
কার্তিক মাসে পঁচা মাছ খেত ধরে।
তখন ছিল সুখ ছিলাম স্বপ্নের নীড়ে,
 সম্পদ বেড়েছে আজ সুখ গেছে হারিয়ে।

Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান