মিথ্যে ক্ষত - রুহুল আমিন শেখ

মিথ্যে ক্ষত!

০১-০৪-২০২৩

রুহুল আমিন শেখ ।


সাময়িকভাবে ফলপ্রসু হয়

জবরদস্তি ফল,

তাতেই কিন্তু অন্যায়কারী

খাটায় গায়ের বল।


পরিনাম তার সুখকর নয়

বুঝে অন্যায় কারী,

তবুও নিজের পাপের বোঝা

প্রত্যহ করে ভারী।


জুলুম অত্যাচার বাড়িয়ে দিয়ে

সমাজে জাগায় ত্রাস,

অন্যায় ভাবে লুটে নেয়

সবার মুখের গ্রাস।


ভয়ের রাজত্ব কায়েম করে

মুখ রাখে বন্ধ,

দেখেশুনেও যায় না বলা

সবাই বধির অন্ধ।


তাতেই পাপী উল্লাসিত হয়ে

বাড়িয়ে দেয় পাপ,

ধুলিস্যাৎ করে সব অর্জন

নির্মম প্রতি ধাপ।


লাঞ্ছিত সব মানুষের পিঠ

দেয়ালে যেই ঠেকে,

গণ-বিস্ফোরণে অত্যাচারীর

মরণ আনে ডেকে।


গর্জে উঠে ভয়ার্তকণ্ঠ

মৃত্যুর ভয় ভুলে,

অত্যাচারীর তাসের ঘর

ধুমধুমার যায় খুলে।


অত্যাচারীর সকল অন্যায়

হয় যে দূরীভূত,

সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে

ঢাকে মিথ্যে ক্ষত।

Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান