অন্য রূপে রুপান্তরি - রুহুল আমিন শেখ

 অন্য রূপে রুপান্তরিত

________//__________

২৩-০৫-২০২৩

------রুহুল আমিন শেখ---


নিঃস্ব হবার দৃশ্য চোখে ভাসে

সব ছাপিয়ে তবুও কোলাহল,

অনুভূতির হাজারো অনুরণন

অবারিত ঝরে বেদনার বাদল।


শিরশির করা বায়ুর আবাহন 

বাতায়নের অদূরে দৃষ্টি ক্ষেপণ,

মন ভাসিয়ে নিচ্ছে কত দূরে

কষ্টের গায়ে কষ্ট করে লেপন।


যাপিত যাতনা বিষে ভরা নীল

মন অলিন্দে তিক্ত স্বাদ গুলে,

মুখ গহবরে দিচ্ছে ঠেলে যেন

অজস্র জোর জবরদস্তি তুলে।


নিঃস্ব হ‌ই সর্বস্ব দিতে গিয়েই

বিষদৃষ্টি আর না দেয়া হেতু,

স্বার্থের টান করে যে পাষাণ

উল্কা গতির নাগালে ধুমকেতু।


প্রতিরোধ করতে গতিরোধ 

প্রগতিশীল পতিত-যশা মনে,

পুঁজিবাদের রূপ জৌলুস যেন

কষ্ট ঢালে প্রতিটি ক্ষণে ক্ষণে।


সাম্রাজ্যবাদ সমাজতন্ত্রের গা

খুবলে খেতেই চেপে ধরে টুঁটি,

মানব মনে তেমনি প্রেমের হানা

নড়বড়ে করে দেয় জীবন খুঁটি।


নানা মোড়কে কষ্ট সুখ-দুঃখ

রংবেরঙের বৈচিত্র্যে রূপান্তর,

জীবন ঘিরে যত সব কিছুই

দৃশ্যপটে নিঃস্ব এক যাযাবর।

Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান