নব প্রভাতের দিন - শিশির আহাম্মেদ খান

 নব প্রভাতের দিনে ।

কবি শিশির আহাম্মেদ খান ।



সেদিনের সেই ভোরের অপেক্ষায় আমরা,

যে ভোরে আলো আসবে 

সত্য নিশান হাতে নিয়ে !

শত সহস্রী লোনাজলে ধুয়ে যাবে অন্যায়,


লাখ প্রাণ করে যাবে দান

মুছে যাবে মিথ্যার আধাঁর। 

সম সূরে গাইবে সবাই 

মুক্তির জয় গান ,


রাজপথে আনন্দ মিছিল হবে

বীর জনতা স্লোগান দিবে

স্বগৌরবে বলবে ওরা বাংলাদেশ জিন্দাবাদ,

বাংলাদেশ জিন্দাবাদ। 

নির্যাতনের ক্ষত শুকিয়ে যাবে,

আসবে শান্তির উষ্ণ বাতাস 

কেটে যাবে কোটি প্রাণের দীর্ঘশ্বাস।

Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান