আহা শরত দিনে - শিশির আহাম্মেদ খান
আহা শরত দিনে !
কবি শিশির আহাম্মেদ খান ।
আহা শরতের দিনে
কি এমন ব্যাথা য় কাঁদে,
এমন অঝর ধারায় আনমনে,
কি সের লাগি ঝরায় বারি
বলে না সে এই ক্ষণে।
আপনা হতেই লুকিয়ে হাসি
কাঁদে বসে নির্জনে,
শিউলি বকুল ফুঁটবে কি আর এই শরত দিনে,
উঠবে কি কাল সোনার রবি
সকাল হলে পরে...
নীল আকাশে ভাসবে কি আবার শুভ্র মেঘের ভেলা
ধানের ক্ষেতে বসবে কি আর চঁড়ুই পাখির মেলা
তেপান্তরের মাঠের বুকে দেখব কি ভাই
রোদে মেঘের লুকোচুরি খেলা।

Comments