২১ তাই কথা বলে- শিশির আহাম্মেদ খান

 ২১ তাই কথা বলে।

শিশির আহাম্মেদ খান ।


সালাম হে বীর শহীদ

ভালবাসা অবিরাম তোমাদের প্রতি

তোমাদের কাছে আমরা চির ঋণি 

কোন কিছুর বিনিময়ে এ ঋণ শুধ হবে না জানি।


কোটি কোটি বাঙ্গালীর মনের আ’কুতি 

বাংলায় বলব কথা,এ ছিল প্রাণের মিনতি।

৫২ ছিল জাগ্রত, ফেব্রুয়ারির ২১ তাই কথা বলে

রফিক, বরকত, জব্বার,  শফিউল দের রক্ত স্রোতে

অবাক বিস্মিত আজ বিশ্ব লোকালয়ে ।


মাতৃভাষা বাংলা চাই ! বাংলা চাই ! মাতৃভাষা বাংলা চাই !

আজও কানে বাজে সে স্লোগান, 

নতুন দিনের প্রেরণায় প্রাণে তোলে শিহরণ 

মায়ের ভাষার জন্যে ওরা দিয়ে গেল জীবন। 


মাতৃভূমি, মা জননী আর মাতৃভাষার সম্মান 

শত বুলেট বুকে পেতে নিতে পারে জাতি

৮ ই ফাল্গুন এই কথাই বলে,

শিমুল পলাশের বনে রক্ত জবার রং 

রাজপথ রঙিন হয়েছিল আমার ভাইয়ের খুনে।


কোকিল, শালিক,  বউকথাকও যে ভাষায় কথা বলে

যে ভাষায় রবীন্দ্রনাথ,  নজরুল,জীবন আনন্দ, আল-মাহমুদ , কবিতা লিখে!

যে ভাষায় মা ডাকে খোকন সোনা বলে।

সেই ত আমার মায়ের ভাষা , আমি চিনেছি তারে হাজার বছর ধরে।

Comments

Popular posts from this blog

রক্ত গঙ্গা / শিশির আহাম্মেদ খান

White - Shishir Ahmed Khan

অজেয় তারুণ্য / শিশির আহাম্মেদ খান