Posts

Showing posts from November, 2025

শীতের আগমনে শিশির আহাম্মেদ খান

Image
ঘাসের ডগায় ঐ কে সে ডাকল এসে শীর শীরিয়ে ... কোন সে গাঁয়ের ও পাশ থেকে আনল ডেকে কুয়াশাকে । শিউলি ফুলের শুভাস নিয়ে মিষ্টি রোদের পরশ মেখে, আনল ডেকে হিমেল বাতাস  জামরি বিলের ও পাড় থেকে। খেজুঁর রসের মিষ্টি স্বাদে  প্রাণ জুড়িয়ে সব হাসে, নানা জাতের পিঠে খেতে যায় ছুটে সব মামার দেশে।  শিশির ভেজা সবুজ মাঠে সাঁজল আজি এমনি করে, নতুন ধানের হাতছানি তে কৃষাণ হাসে প্রাণ খুলে। তাল গাছের ঐ পাতার ফাঁকে  বাবুই পাখি বাসায় বসে, গায় সে গান নানান রসে  কাশঁ বনে শালিক হাসে। রাত বিরাতে ঝোঁপের ঝাঁড়ে শিয়াল ডাকে গলা ফাঁটিয়ে কোন  সে গাঁয়ের মেঠু পথে  গান গেয়ে যায় অচিন রাখালে।

বন্ধুত্বের ডাক

Image
বন্ধুত্বের ডাক  !   শিশির আহাম্মেদ খান। বন্ধু কেমন আছিস বল কি খবর , দেখাত হয়না কতদিন হল কথা হয় না বেশ কয়েক বছর। আগের মোবাইল ফোনে নাম্বার ছিল, সে ফোন চুরি হয়ে গেছে তার সাথে নাম্বার গুলো গেল হারিয়ে... মাঝে মাঝে ফেইসবুক এ উকি ঝুঁকি দিয়ে কথা হত কমেন্ট এ... মেসেঞ্জারে টুকটাক কথোপকথন সে ও ত খানিক বছর আগে। কৈশোরের বন্ধুরা সব ব্যস্ত এখন সময় হয় কোথায় , কখন বলবে কথা সুযোগ একটু থাকা লাগে.... ক্ষণিকের পৃথিবীতে এদিক ওদিক পড়ে আছি আমরা নিয়মের বেড়া জালে.... তোরা ছিলি,  তোরাই থাকবি এই হৃদয়ের গহীনে...।