বন্ধুত্বের ডাক
বন্ধুত্বের ডাক !
শিশির আহাম্মেদ খান।
বন্ধু কেমন আছিস
বল কি খবর ,
দেখাত হয়না কতদিন হল
কথা হয় না বেশ কয়েক বছর।
আগের মোবাইল ফোনে নাম্বার ছিল,
সে ফোন চুরি হয়ে গেছে
তার সাথে নাম্বার গুলো গেল হারিয়ে...
মাঝে মাঝে ফেইসবুক এ উকি ঝুঁকি দিয়ে
কথা হত কমেন্ট এ...
মেসেঞ্জারে টুকটাক কথোপকথন
সে ও ত খানিক বছর আগে।
কৈশোরের বন্ধুরা সব ব্যস্ত এখন
সময় হয় কোথায় , কখন বলবে কথা
সুযোগ একটু থাকা লাগে....
ক্ষণিকের পৃথিবীতে এদিক ওদিক
পড়ে আছি আমরা নিয়মের বেড়া জালে....
তোরা ছিলি, তোরাই থাকবি এই হৃদয়ের গহীনে...।
শিশির আহাম্মেদ খান।
বন্ধু কেমন আছিস
বল কি খবর ,
দেখাত হয়না কতদিন হল
কথা হয় না বেশ কয়েক বছর।
আগের মোবাইল ফোনে নাম্বার ছিল,
সে ফোন চুরি হয়ে গেছে
তার সাথে নাম্বার গুলো গেল হারিয়ে...
মাঝে মাঝে ফেইসবুক এ উকি ঝুঁকি দিয়ে
কথা হত কমেন্ট এ...
মেসেঞ্জারে টুকটাক কথোপকথন
সে ও ত খানিক বছর আগে।
কৈশোরের বন্ধুরা সব ব্যস্ত এখন
সময় হয় কোথায় , কখন বলবে কথা
সুযোগ একটু থাকা লাগে....
ক্ষণিকের পৃথিবীতে এদিক ওদিক
পড়ে আছি আমরা নিয়মের বেড়া জালে....
তোরা ছিলি, তোরাই থাকবি এই হৃদয়ের গহীনে...।

Comments