শীতের আগমনে শিশির আহাম্মেদ খান
ঘাসের ডগায় ঐ কে সে
ডাকল এসে শীর শীরিয়ে ...
কোন সে গাঁয়ের ও পাশ থেকে
আনল ডেকে কুয়াশাকে ।
শিউলি ফুলের শুভাস নিয়ে
মিষ্টি রোদের পরশ মেখে,
আনল ডেকে হিমেল বাতাস
জামরি বিলের ও পাড় থেকে।
খেজুঁর রসের মিষ্টি স্বাদে
প্রাণ জুড়িয়ে সব হাসে,
নানা জাতের পিঠে খেতে
যায় ছুটে সব মামার দেশে।
শিশির ভেজা সবুজ মাঠে
সাঁজল আজি এমনি করে,
নতুন ধানের হাতছানি তে
কৃষাণ হাসে প্রাণ খুলে।
তাল গাছের ঐ পাতার ফাঁকে
বাবুই পাখি বাসায় বসে,
গায় সে গান নানান রসে
কাশঁ বনে শালিক হাসে।
রাত বিরাতে ঝোঁপের ঝাঁড়ে
শিয়াল ডাকে গলা ফাঁটিয়ে
কোন সে গাঁয়ের মেঠু পথে
গান গেয়ে যায় অচিন রাখালে।

Comments